শেরপুরের নকলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বানেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দে সমন্বয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার বাশ্বেরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শরীফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন।
ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহারুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেল, সদস্য ও বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত।
এছাড়া অন্যান্যদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মাফিজুল ইসলাম ও হযরত আলী আল মাহমুদ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক গোলাম রব্বানী, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার আব্দুস সবুর রনিসহ সকল ওয়ার্ডের (৯টি ওয়ার্ড) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বত:স্ফুর্ত অংশ গ্রহন নিশ্চিত করতে ও নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী কাজে ঐক্যবদ্ধভাবে থাকার পরামর্শ প্রদান করেন। তাছাড়া ভোটারদের ধারে ধারে গিয়ে আওয়ামী লীগের উন্নয়ন সমূহসহ ভালো দিকগুলো তুলে ধরতে পরামর্শদেন। ভোট গ্রহনের দিন সব শ্রেণী-পেশার নারী-পুরুষ ভোটারদের কেন্দ্রে হাজির করার জন্য নেতা-কর্মীদের নির্দেশনাসহ দলীয় স্বার্থে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন বক্তারা।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জুব্বার, দপ্তর সম্পাদক এ.এস.এম.বি করিম শাহজাহান, সদস্য সামছুল আরেফিন শামীম, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সিঞ্জু, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সদস্য ও নকলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক, যুবনেতা শিক্ষক মজিবুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।