শেরপুরের নকলায় ঐতিহ্যবাহী নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী সমাপণী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার উজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাফিজুর রহমান লিটন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সীমু রানী বনিক ও কামরুজ্জামান আলাল এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্যদেয় ফারহান লাবিব প্রাচুর্য্য ও সানিত সাহা স্নিগ্ধ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়টির প্রধান শিক্ষক আক্তার উজ্জামান ও সহকারী শিক্ষকগন অতিথিবৃন্দ ও বিদায়ী পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা পুরষ্কার ও বিদায়ী ১০৬ জন বিদায়ী পরীক্ষার্থীর হাতে পরীক্ষার জন্য সহায়ক বিভিন্ন উপকরণ উপহার হিসেবে তুলেদেন।
এসময় নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকগন, সমাপণী পরীক্ষার্থী মোশফিরাত তাসনিম নুঝাত, ফয়সাল আহমদ, আবু সাঈদ, শারমিন আক্তার ফারিহা, সামিয়া ইসলাম সূচি, তাসনিম কবির জারিন, সানিয়া আলম নিধি, ফারহান লাবিব প্রার্চুর্য্য, তামজীদ, তাহমিদ, সৌহার্দ্য, সিনহা, ফারিহা, আদ্রিতা, ইলমা, তাসফিয়া, সোমাইয়া আফরিন ছোঁয়া, সুষ্ময়, তাওহীদ, সবিহা, লিজা আক্তার নিশি, নীপা ও মাওয়ামহ পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীসহ অন্যান্য শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।