শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১ নকলায় পারিবারিক পুষ্টি বাগানের জন্য বীজ সার ও গাছের চারাসহ কৃষি উপকরণ বিতরণ জামাত বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডের কারনে সারাদেশে যখন কার্ফিও বিরাজমান, নকলার জনগন তখনো যেন মায়ের কোলে জরুরি ভিত্তিতে নকলা থানায় আবাসিক ভবন দরকার নকলায় বৈষম্যমূলক কোটা সংস্কার দাবিতে ও শিক্ষার্থীর ওপর বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন নকলায় উন্নয়ন সহায়তা কর্মসূচির টিউবওয়েল বিতরণ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শ্লোগানের প্রতিবাদে নকলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন এবার শেরপুরকে ঘিরে তৈরি হচ্ছে ইত্যাদি অনুষ্ঠান : সকল কাজ প্রায় শেষ বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নকলায় “মাদককে না বলুন” কর্মসূচি বাস্তবায়নে শপথ গ্রহণ

নকলায় জনস্বার্থে সরকারি রাস্তা বেদখলমুক্ত করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৭০৫ বার পঠিত

শেরপুরের নকলায় কয়েক যুগ পরে অবৈধ দখল থেকে সরকারি রাস্তা উদ্ধার করায় দুইটি গ্রামের শতাধিক পরিবারের লোকজন যাতায়াতের পথ পেলেন। রোববার (১৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী মৌজার পোলাদেশী পশ্চিমপাড়া এলাকায় এই উদ্ধার অভিযান চালানো হয়। এলাকার শতাধিক ভুক্তভোগী পরিবারের লোকজন আজ ভেজায় খুশি। বেদখলে থাকা রাস্তা উদ্ধারের সময় এলাকাবাসী প্রশাসনের প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে দেখা গেছে।

রোববার দুপুরে বানেশ্বরদী মৌজার পোলাদেশী পশ্চিমপাড়া এলাকার ১০২৫ নং দাগের সি.এস এবং আর.ও.আর ভুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নামে রেকডিয় রাস্তাটির দুই পাশের চারজন অবৈধ দখলদারসহ দুই গ্রামের অর্ধশতাধিক ভুক্তভোগীর উপস্থিতিতে জমির সীট (ম্যাপ) মোতাবেক ১০২৫ নং দাগের সম্পূর্ণ জমি মেপে রাস্তা চিহৃত করে লাল পতাকার খুটি দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়।

এসময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রনি কুমার ভৌমিক, উপসহকারী ইউনিয়ন ভুমি কর্মকর্তা (নায়েব) হযরত আলী, সরদার আমিন (সার্ভেয়ার) রহুল আমিন, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও দপ্তর সম্পাদক সেলিম রেজাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

বেদখলে রাখা জমির মালিক ইয়াকুব আলী বলেন, আমরা বেশ আগে এখানে একটি রাস্তা দেখেছিলাম। কিন্তু বাবা ও চাচারা রাস্তাটি কেন কেটে ফেলেছিলো তা জানা নেই। এই রাস্তাটি সরকারের সি.এস এবং আর.ও.আর ভুক্ত ছিলো তা জানতাম না। এখন আমরা জেনেছি, তাই এই সরকারি রাস্তার জমি ছেড়ে দিতে আমাদের কোন আপত্তি নেই। এদিক দিয়ে পুনরায় রাস্তা হলে পোলাদেশী পশ্চিমপাড়া এলাকার ও বানেশ্বরদী খন্দকারপাড়া (ভূরদী) এলাকার লোকজনের অবর্নণীয় কষ্ট লাগব হবে ও বেশ উপকারে আসবে। বিশেষ করে বানেশ্বরদী খন্দকারপাড়া (ভূরদী) এলাকার লোকজনের উপকার হবে বেশি।

সরকারি জমি বেদখলে রাখা অন্য আরো দুইজন আলতাফ আলী ও খুশু মিয়া জানান, আগে বানেশ্বরদী খন্দকারপাড়া (ভূরদী) এলাকার কোন বাড়িতে যেতে হলে পায়ে হেঁটে বা বাইসাইকেল ও মোটর সাইকেল ছাড়া কোন উপায় ছিলো না। ফলে তাদের উৎপাদিক কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী হাট-বাজারে নিয়ে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারতেন না। এই রাস্তাটি হলে ওই এলাকার লোকজনসহ আমরা সবাই রিক্সাসহ ছোট ও মাঝারি বিভিন্ন যানবাহন দিয়ে যাতায়াত করতে পারব। তাছাড়া আমাদের উৎপাদিত সকল পণ্যসামগ্রী বাজারে নেওয়া সহজ হওয়ায় ন্যায্যমূল্য পাব। তাই জনস্বার্থে কৃষি প্রধান এলাকার এই রাস্তাটি পুনরায় নির্মাণ করা জরুরি বলে তারা মনে করছেন।

স্থানীয় কৃষক হাকলিজুর, ইব্রাহীম, জিন্নত আলী, নূর ইসলাম, আনোয়ার হোসেন, আলাল মিয়া, ওসমান আলী, রাউফুর রাহিম, আমীর আলী, লিয়াকত হোসেন, আনার মিয়া, জবেদ আলী, আব্দুস সালাম, আবুল কালাম, মোকলেছুর রহমান, আবু বক্কর সিদ্দিক, ছাইদুল হক, ইসমাইল হোসেন, আব্দুর রাজ্জাক, বাহার মিয়াসহ অনেকে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, আমার এতদিন রাস্তার অভাবে একপ্রকার অবরোদ্ধ ছিলাম; আজ থেকে হয়তোবা মুক্ত হলাম। রাস্তাটি হলে আমাদের উৎপাদিত কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী আমরা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারব। তাই এই রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে নির্মান করে দেওয়ার জোরদাবী জানান কৃষকসহ এলাকাবাসী।

উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রনি কুমার ভৌমিক ও উপসহকারী ইউনিয়ন ভুমি কর্মকর্তা (নায়েব) হযরত আলী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর নির্দেশক্রমে এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ-এঁর পরামর্শে তারা গত সপ্তাহে সরেজমিনে গিয়ে রাস্তার অবস্থান জেনেছেন। তারা বলেন, আজ রোববার দুপুরের দিকে বেদখলে রাখা জমির মালিক ইয়াকুব আলী, আলতাফ আলী ও খুশু মিয়াসহ এলাকার গন্যমান্য ও স্থানীয়দের উপস্থিতিতে জমির সীট (ম্যাপ) মোতাবেক ১০২৫ নং দাগের সম্পূর্ণ জমি মেপে রাস্তা চিহৃত করে লাল পতাকার খুটি দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া হলো। এতেকরে এলাকার সবাই খুশি বলে তারা জানান। তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনে এলাকাবাসী সার্বিক সহযোগিতা করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।

এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর নির্দেশক্রমে বেদখলে থাকা সরকারি জমিটি সরেজমিনে পরিদর্শন শেষে সার্ভেয়ার রনি কুমার ভৌমিক ও উপসহকারী ইউনিয়ন ভুমি কর্মকর্তা (নায়েব) হযরত আলী-কে বেদখলে রাখা জমির মালিক ও এলাকাবাসীর উপস্থিতিতে জমির সীট (ম্যাপ) মোতাবেক ১০২৫ নং দাগের সম্পূর্ণ জমি মেপে রাস্তার সীমানা নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন জানান, সরকারি জমিসহ সরকারের যেকোন সম্পদ রক্ষা করার নিয়মিত কাজের অংশ হিসেবে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী মৌজার পোলাদেশী পশ্চিমপাড়া এলাকাস্থ ১০২৫ নং দাগের সি.এস এবং আর.ও.আর ভুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নামে রেকডিয় রাস্তাটি বেদখল মুক্ত করা হয়েছে। এলাকাবাসীর চাহিদা ও আবেদনের প্রেক্ষিতে ওই রাস্তাটি যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে জনস্বার্থে পুনরায় নির্মান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।