বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির ‘জাতীয় প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভা-২০২৩’ এর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর রোজ শনিবার সকাল ১০ টার সময় রাজধানী ঢাকার শাহাবাগস্থ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ওই সম্মেলন ও বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
সম্মেলন ও বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম এঁর স্বাক্ষরিত আমন্ত্রণপত্র মোতাবেক জানা গেছে।
২ ডিসেম্বর রোজ শনিবারে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কমিটির জাতীয় প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভায় কমিটির সকলকেসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক ও শেরপুর জেলা ইউনিটের আহবায়ক আবুল কালাম আজাদ আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।