শেরপুরের নকলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর প্রতিশ্রুতি দেওয়ার এক সপ্তারে মধ্যে শিক্ষার্থীদের বসার জন্য বেঞ্চ পেলো উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীর।
সোমবার (১৩ নভেম্বর) দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ আহম্মদের নিকট বেঞ্চগুলো হস্তান্তর করা হয়। জানা গেছে, শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম-এঁর নির্দেশক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সার্বিক তত্বাবধানে ও ব্যবস্থাপনায় টিআর এর বিশেষ বরাদ্দের অর্থায়নে শিশু শিক্ষার্থীর বসার জন্য এসব বেঞ্চ প্রদান করা হয়।
এসময় শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রাজিবুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, সহকারি শিক্ষা কর্মকর্তা পার্থ পাল ও আব্দুল্লাহ আল নাহিদসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রবিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিশু শিক্ষার্থীদের বসার সুবিধার্থে ২০ জোড়া বেঞ্চ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে আসেন। তাঁর দেওয়া প্রতিশ্রুতির এক সপ্তারে মধ্যে (১৩ নভেম্বর) সোমবার দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের বসার সুবিধার্থে দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ আহম্মদের নিকট ২০ জোড়া বেঞ্চ বুঝিয়ে দেওয়া হয়। নতুন বেঞ্চ পেয়ে শিশু শিক্ষার্থীরা ভেজায় খুশি, খুশি বিদ্যালয়টির শিক্ষক ও অভিভাবকগনও।