শেরপুরের নকলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় পিজি সদস্যদের ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ের উপর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী প্রাণিসম্পদ মাঠ স্কুলে (এলএফএফএস) এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণ কর্মশালা পরিচলনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুজন মিয়া ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের মাঠ সহকারী (এলএফএ) নাঈমা ইসলাম। এসময় বানেশ্বরদী প্রাণিসম্পদ মাঠ স্কুলে (এলএফএফএস) এর সদস্যগন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনার্থীরা এ ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ের উপর প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তাদের খামারের সার্বিক উন্নয়নের পাশাপাশি আর্থিক ভাবে লাভবান হতে পারবেন বলে প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. মুহাম্মদ ইসহাক আলী জানান।