শেরপুর জেলার ঐতিহ্যবাহী নকলা প্রেস ক্লাব-এর সবচেয়ে প্রবীণ সদস্য দেশবরেণ্য কবি কলামিস্ট প্রথিতযশা সাংবাদিক তালাত মাহমুদ বেশকিছুদিন ধরে অসুস্থ্য! সম্প্রতি নকলা প্রেস ক্লাব পরিবারের অনেকে অসুস্থ্য তালাত মাহমুদকে দেখতে গেলে তিনি সবার প্রতি সন্তুষ্ট হয়ে গুরুত্বপূর্ণ বই ও তথ্যবহুল সাময়িকী উপহার দিয়েছেন।
অসুস্থ্য তালাত মাহমুদ ‘শিক্ষা ভাবনা: তৃণমূল হতে’ শিরোনামের বই এবং সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য মেলা-২০২৩ উপলক্ষে শেরপুর জেলার ইতিহাস-ঐতিহ্যের উপর বিশাল তথ্যবহুল ‘অভিজ্ঞতার সাথে লড়াই’ শিরোনামে নিজের লেখা ছোট সাময়িকী প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দের হাতে তুলেদেন।
এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভসহ অন্যান্যদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন।
বিশিষ্ট কবি কলামিস্ট প্রথিতযশা সাংবাদিক তালাত মাহমুদ বলেন, কোন সাংবাদিক সংগঠনের কেউ একজন অসুস্থ্য হয়ে পড়লে তার সুস্থতা কামনাসহ এভাবেই সকলের পাশে থাকা উচিত। এতেকরে অসুস্থ্য সাংবাদিকের মনোবল বৃদ্ধিপায় এবং অন্তত ৪০ ভাগ রোগ সেড়ে যায় মর্মে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন তথ্যে প্রমাণ আছে বলে তিনি মন্তব্য করেন।