বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন শ্রীবরদীতে যুব অধিকার পরিষদের ইউনিয়ন শাখার কমিটি গঠন: আহবায়ক মনজুরুল, সদস্য সচিব জাহিদ নকলায় শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নকলার ৮০৭৫ কৃষক বিনামূল্যে পেলেন কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২২০ বার পঠিত

শেরপুরের নকলায় ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমে কৃষকের জন্য প্রণোদনা হিসেবে ৮ হাজার ৭৫ জন কৃষকের মাঝে মোট ৩৩ হাজার ২০ কেজি সরিষা, ভূট্টা, গম, পেঁয়াজ, মসুর ডাল, মুগ ডাল ও চিনা বাদামের বীজ বিতরণ করা হয়েছে। আর এসব ফসল আবাদের জন্য ৯০ হাজার ২৫০ কেজি ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ৭৯ হাজার ৭২৫ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সারসহ মোট ১ লাখ ৬৯ হাজার ৯৭৫ কেজি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের দেয়া তথ্য মতে, চলতি রবি মৌসুমে উপজেলার ৫ হাজার ৬০০ জন কৃষকের মাঝে প্রতিজনে ১ কেজি করে মোট ৫,৬০০ কেজি সরিষা বীজ, ১ হাজার ২০০ জনের মাঝে প্রতিজনে ২০ কেজি করে মোট ২৪ হাজার কেজি গম বীজ ও ১২০ জনের মাঝে প্রতিজনে ১ কেজি করে মোট ১২০ কেজি পেঁয়াজ বীজ বিতরণ করা হয়। এসব বীজের সাথে প্রতি কৃষককে ১০ কেজি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার দেওয়া হয়। এ হিসেব মতে সরিষা, গম ও পেঁয়াজ এ তিনটি প্রণোদনার ফসল আবাদের জন্য ১৮ হাজার ৮০০ কেজি ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১৮ হাজার ৮০০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার বিতরণ করা হয়।

এছাড়া, ৬০ জন কৃষকের মাঝে প্রতিজনে ৫ কেজি করে মোট ৩০০ কেজি মসুরডাল বীজ, ৭০ জনের মাঝে প্রতিজনে ৫ কেজি করে মোট ৩৫০ কেজি মুগডাল বীজ ও ৭৫ জন কৃষকের মাঝে প্রতিজনে ১০ কেজি করে মোট ৭৫০ কেজি চিনাবাদামের বীজ বিতরণ করা হয়। এসব বীজের সাথে প্রতি কৃষককে ১০ কেজি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ৫ কেজি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার দেওয়া হয়েছে। এ হিসেব মতে প্রণোদনার মসুরডাল, মুগডাল ও চিনাবাদাম এ তিনটি ফসল আবাদের জন্য ২ হাজার ৫০ কেজি ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১ হাজার ২৫ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার কৃষি অফিস থেকে বিনামূল্যে বিতরণ করা হয়।

তাছাড়া, উপজেলার ৯৫০ জন কৃষকের মাঝে প্রতিজনে ২ কেজি করে মোট ১ হাজার ৯০০ কেজি ভূট্টা বীজ এবং প্রতি ভূট্টা চাষীর মাঝে ২০ কেজি করে মোট ১৯ হাজার কেজি ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি করে মোট ৯ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় মুজিব শতবর্ষ মঞ্চ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী’র সার্বিক ব্যবস্থাপনায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহান জাতীয় সংসদের উপনেতা, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার বিতরণের উদ্দেশ্যে নকলায় অবস্থান করায় তাকে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়। পরে বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রণোদনার আওতায় সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তার সঞ্চালনায় এ বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি বাবু ইন্দ্রজিৎ ধর সুভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, খলিলুর রহমান, আনিসুর রহমান সুজা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুল আলম আজাদ আলমগীর, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, আব্দুর রশিদ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মামুদসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যবৃন্দ, নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও মো. নুর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ ও সদস্য রেজাউল হাসান সাফিতসহ অন্যান্য নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনকসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন ইউপির চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগন, উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ, বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।