বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ফুল ও গাছের চারা বিক্রি করে বছরে সঞ্চয় লাখ টাকা নকলায় জিয়া মঞ্চ’র উপজেলা কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন

নালিতাবাড়ীতে জেলহত্যা দিবসকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতির দাবী

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে জেলহত্যা দিবসকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতির দাবী জানানো হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বিকালে উপজেলার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসরে এই দাবী উত্থাপন করা হয়।

‘গল্পে গল্পে জাতীয় চার নেতা’ শিরোনামে একুশে পাঠচক্রের ১৩তম আসরে নির্লোভ জাতীয় চার নেতার দেশপ্রেম, সততা ও আত্মত্যাগের নানা বিষয় আলোচনায় উঠে আসে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার এর সভাপতিত্বে ও কবি সাংবাদিক অবনি অনিমেষ-এর সঞ্চালনায় আসরে বক্তব্য রাখেন- নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, কমরেড জাহিদুল ইসলাম জাহিদ, দেশ টিভি প্রতিনিধি ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক কবি রফিক মজিদ, জনতা ব্যাংক কর্মকর্তা কবি আউয়াল হোসেন টুটুল, সাবেক ছাত্র নেতা সাদ্দাম হোসেন প্রমুখ। বক্তারা বর্তমান সরকারের কাছে জেলহত্যা দিবসকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতির যৌক্তিক দাবী জানান।

এ আসরে শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী, কবি ও শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক কার্তিক সাহা, কৃষক উন্নয়ন ফোরামের সভাপতি মাহমুদুল আহসান লিটন, সাংবাদিক শাহাদাত তালুকদার, সাংবাদিক পুলক রায়, সাংবাদিক মেহেদী হাসান শামীমসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও সাংবাদিক রফিক মজিদ, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, ব্যাংক কর্মকর্তা কবি আউয়াল হোসেন টুটুল, সেঁজুতি বিদ্যানিকেতনের শিশু শিক্ষার্থী মিথিল সাহানহ বেশ কয়েকজন কবি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।