শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা বিক্ষোভ সমাবেশ করেছে। দেশব্যাপী বিএনপি-জামায়াতের তান্ডব, দেশি-বিদেশি ষড়যন্ত্র, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবন ভাংচুর, সাংবাদিকদের উপর হামলা-মারপিট, পুলিশ হাসপাতালে আগুন, সন্ত্রাস নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে শুক্রবার (৩ নভেম্বর) এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
শুক্রবার সকালে নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারস্থ ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের প্রধান গেইটের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ওয়ার্কার্স পার্টির সদস্য আব্দুস সোবহানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ওর্য়ার্কাস পার্টির সদস্য সাংবাদিক হুমায়ুন মুজিব। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সদস্য উম্মে কুলসুম, যুবনেতা রাজু আহমেদ, মাসুদ রানা ও ছাত্রমৈত্রি নেতা সানি প্রমুখ।
বক্তারা দেশব্যাপী বিএনপি-জামায়াতের তান্ডব, দেশি-বিদেশি ষড়যন্ত্র, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবন ভাংচুর, সাংবাদিকদের উপর হামলা-মারপিট, পুলিশ হাসপাতালে আগুন, সন্ত্রাস নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেন। এছাড়া জনস্বার্থে অবরোধকে বয়কট করে গাড়ি চলাচল এবং দোকানপাট খোলা রাখার জন্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তারা।