শেরপুরের নকলায় জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বিভিন্ন যুব সংগঠন বা যুব সংস্থা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে র্যালি, আলোচনা সভা ও যুবক-যুবনারীর মাঝে গাছের চারা বিতরণ উল্লেখযোগ্য।
পহেলা নভেম্বর বুধবার সকালে ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নকলা মানবিক সহায়তা যুব সংস্থা’ ও ‘ভূরদী হাজীবাড়ী যুবকল্যাণ সংঘ’-এর মতো কয়েকটি যুব সংগঠনের উদ্যোগে র্যালি করা হয়। পরে নিজ নিজ সংগঠনের সভাপতিগনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশের ভারসাম্যরক্ষায় নকলা মানবিক সহায়তা যুব সংস্থার সভাপতি মো. আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার পরে নকলা মানবিক সহায়তা যুব সংস্থার নিজস্ব ব্যবস্থাপনায় অর্ধশতাধিক যুবক-যুবনারীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।
এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক লিয়ন মির্জা, কোষাধ্যক্ষ উমর ফারুক, সদস্য শফিউল আলম, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত শেরপুর ই-লারনিং ট্রেনিং সেন্টার শেরপুর ব্রাঞ্চের কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম তৌফিক ও মোবাইল ব্যবসায়ী তাজুল ইসলাম সোহাগসহ যুব উন্নয়ন অধিদপ্তর হতে সদ্যপ্রশিক্ষণ প্রাপ্ত অনেক যুবক-যুবনারী উপস্থিত ছিলেন।