রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন

নকলা থানার নতুন ওসিকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৩৩২ বার পঠিত

শেরপুরের নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সদ্য যোগদান করা আব্দুল কাদের মিয়া-কে উপজেলা প্রশাসনের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) দুপুরের দিকে নতুন ওসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ ও থানার সাব ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) সুমন আহমেদ প্রমুখ।

নকলা থানার নতুন ওসি আব্দুল কাদের মিয়া ২১ অক্টোবর (শনিবার) সন্ধায় আব্দুল কাদের মিয়া দায়িত্বভার গ্রহন করেন। তিনি বিদায়ী ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদের স্থলাভিষিক্ত হলেন। আব্দুল কাদের মিয়া এর আগে শেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, আব্দুল কাদের মিয়া ২০০৮ সালের ২৪ সেপ্টম্বর বাংলাদেশ পুলিশ বিভাগে সরাসরি সাব ইন্সপেক্টর (এসআই) হিসেবে যোগদান করেন। পরে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকা মেট্রো পলিটন (ডিএমপি), শেরপুর জেলার ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), ইশ্বরগঞ্জের থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে এবং সবশেষে শেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া শান্তি রক্ষা মিশনে গিয়ে দেশের সুনাম বজায়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বলেও তথ্য সূত্রে জানা গেছে। আব্দুল কাদের মিয়ার নিজ জেলা টাঙ্গাইল, তিনি টাঙ্গাইল সদর উপজেলায় নাগরিক।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।