প্রশিক্ষিত বেকার যুবক ও যুবনারীদের নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শেরপুরের নকলা উপজেলাস্থ শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে শিল্প কারখানার মালিক ও নিয়োগ কর্তাদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র্র (টিটিসি)-এর আয়োজনে টিটিসির সেমিনার কক্ষে অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ পিযূষ কান্তি সরকার।
টিটিসির চীফ ইন্সট্রাক্টর (মূখ্য প্রশিক্ষক) এস.এম আজহার-এর সঞ্চালনায় এই মতবিনিময় সভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানার মালিক এবং বিভিন্ন কোম্পানীর নিয়োগ কর্তাদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন- আকিজ গ্রুপের এরিয়া ম্যানেজার শাহিনুর আলাম, মা ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়ার্কশপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, আব্দুর রহমান ওয়ার্কশপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহমান, মাইশা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমান, বিডি ট্যাক এন্ড কন্সট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হোসেন, ওরিয়ন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম ও নির্মাণ ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থাপনা পরিচালক শামছুল আলম প্রমুখ।
এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, শেরপুর সদর উপজেলা টিটিসির প্রশিক্ষক কামরুল হাসান, শেরপুর টিটিসির প্রশিক্ষক তমাল চন্দ্র স্যানাল, হেলাল উদ্দিন, নিরমল বাশার, রবিউল ইসলাম, রোকসানা খাতুন ও নীহারী জান্নাত এবং নকলা প্রেস ক্লাবের সদস্য রেজাউল হাসান সাফিতসহ শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
বাংলাদেশের উন্নয়নে শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২০২৪ এর লক্ষ্যমাত্রা অর্জনে অনুষ্ঠিত নিয়মিত মাসিক কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময় সভা চাকরি প্রত্যাশী প্রশিক্ষিত বেকার যুবক ও যুবনারীদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাব্যক্ত করেন শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র্র (টিটিসি)-এর অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকগন।
শিল্প কারখানার মালিক ও নিয়োগ কর্তাদের সাথে মতবিনিময় সভার পরে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কণিষ্ঠ পুত্র শেখ রাসেল-এঁর ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচান সভার আয়োজন করা হয়। টিটিসির অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এঁর সভাপতিত্ব ও টিটিসির চীফ ইন্সট্রাক্টর (মূখ্য প্রশিক্ষক) এস.এম আজহার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা বক্তব্য রাখেন।