শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরসহ দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ নকলার ইউএনও’র সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা বিনিময় নকলার ইউএনও ও সমাজসেবা কর্মকর্তাকে অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা নকলায় সাংবাকিদের সাথে বিদায়ী ইউএনও’র মতবিনিময় সভা নকলায় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিনকে প্রেসক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা শেরপুরের নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন নকলা প্রেসক্লাব’র উন্নয়নে তারুণ্যের অর্জনে সর্বসাধারনের আস্থা

নকলায় শেখ রাসেল’র জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৮১ বার পঠিত

শেরপুরের নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কণিষ্ঠ পুত্র শেখ রাসেল-এঁর ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৮অক্টোবর) সকাল ৯:২০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত শেখ রাসেল-এঁর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পরে ৯:৪০ মিনেটে বর্ণাঢ্য শোভাযাত্রা, ১০ টায় জাতীয় ভাবে আয়োজিত শেখ রাসেল-এঁর ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উদ্বোধন, শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার প্রদর্শনী, সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ করা হয়। বাদ যোহর বা সুবিধাজনক সময়ে মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদসহ দেশের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শেখ রাসেল দিবস-২০২৩ অনুষ্ঠানের উদ্বোধন ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার প্রদর্শন করা হয়।

এরপরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটনসহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ ইসহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ, বিএডিসি হিমাগার নকলার উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তা, সদস্য শহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার শাইমুন সাহানাজসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।

অন্যদিকে শেখ রাসেল-এঁর ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শেখ রাসেল-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পাশাপাশি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সমূহে অংশ গ্রহন করেন।

এছাড়া সরকারি হাজী জালমামুদ কলেজ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়,  বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা,পারফেক্ট পাবলিক উচ্চ বিদ্যালয় ও বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শেখ রাসেল-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরষ্কার প্রদান ও বিশেষ দোয়া করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।