শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরসহ দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ নকলার ইউএনও’র সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা বিনিময় নকলার ইউএনও ও সমাজসেবা কর্মকর্তাকে অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা নকলায় সাংবাকিদের সাথে বিদায়ী ইউএনও’র মতবিনিময় সভা নকলায় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিনকে প্রেসক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা শেরপুরের নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন নকলা প্রেসক্লাব’র উন্নয়নে তারুণ্যের অর্জনে সর্বসাধারনের আস্থা

শেরপুরে দিনব্যাপী আন্ত:কলেজ বিতর্ক উৎসব : সরকারি মহিলা কলেজ চ্যাম্পিয়ন

শেরপুর সংবাদদাতা:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৮৮ বার পঠিত

যুক্তিবান, সৃজনশীল, মননশীল জাতি গঠনের লক্ষ্যে শেরপুরে দিনব্যাপী আন্ত:কলেজ বিতর্ক উৎসব ২০২৩ হয়েছে। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটির আয়োজনে শেরপুর সরকারি মহিলা কলেজ ভেন্যুতে এ বিতর্ক উৎসবটি অনুষ্ঠিত হয়। এতে জেলার ৪টি কলেজের তরুণ বিতার্কিক সহ তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। উৎসবে বিতর্ক কর্মশালা, আড্ডা এবং পরিবেশ ইস্যুতে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শেরপুর সরকারি মহিলা কলেজ দল চ্যাম্পিয়ন এবং নালিতাবাড়ীর সরকারি নাজমুল স্মৃতি কলেজ রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফাওজিয়া আমিন দীনা। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. খোরশেদ আলম। জনউদ্যোগ সদস্য সচিব হাকিম বাবুলের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শামীম হোসেন, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) কেন্দ্রিয় কমিটির সদস্য ওল্ড ঢাকা ডিবেট ফেডারেশনের সাবেক সমন্বয়কারী আমীর হোসেন, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লহ্মী প্রমুখ ।

কর্মশালা পর্বে বিডিএফ ও এসডিডিএফ নেতৃবৃন্দ শেরপুরের তরুণ বিতার্কিকদের বিভিন্ন ধরনের বিতর্ক, বিতর্কের নিয়মাবলী এবং ভালো বিতার্কিক হওয়ার নানা ধরনের কৌশল সম্পর্কে ধারণা দেন। পরে শেরপুর সরকারি কলেজ বনাম নালিতাবাড়ী সরকারি নাজমুল স্মৃতি কলেজ এবং শেরপুর সরকারি মহিলা কলেজ বনাম মডেল গার্লস ডিগ্রী কলেজ দলের মধ্যে ‘পরিবেশ দূষণ রোধে জিরো টলারেন্স ছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়’ শিরোনামে প্রাথমিক রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক রাউন্ডের বিজয়ী দুই কলেজ দলের মধ্যে ‘এই মুহুর্তে পর্যাপ্ত আইনই হতে পারে পরিবেশের সবচেয়ে বড় রক্ষাকবচ’ শীর্ষক বিষয় নির্বাচন করে চুড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। চুড়ান্ত বিতর্কে বিপক্ষ দল শেরপুর সরকারি মহিলা কলেজ দল চ্যাম্পিয়ন ও পক্ষ দল নালিতাবাড়ী সরকারি নাজমুল স্মৃতি কলেজ দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। সেরা বিতার্কিক নির্বাচিত হন চ্যাম্পিয়ন বিপক্ষ দলের দলনেতা সুরাইয়া আজরিন। চ্যাম্পিয়ন ও রানারআপ এবং অংশগ্রহণকারি সকল দলকে আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে অতিথিরা সকলের হাতে পুরস্কার তুলে দেন। বিতর্কের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ওল্ড ঢাকা ডিবেট ফেডারেশনের সাবেক সমন্বয়কারী আমীর হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এআইস ডিবেট ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমান, শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশনের (এসডিডিএফ) সাধারণ সম্পাদক এস.এম.ইমতিয়াজ চৌধুরী শৈবাল এবং শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিতার্কিক মো. বরকতুল্লাহ।

বিতর্ক উৎসব আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)। এতে কারগরি সহযোগিতা করেছে বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ), শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশন (এসডিএিফ), অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম উইজকিডস।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।