শেরপুরের নকলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টেবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।
এই কর্মশালায় উপজেলার ২৪ (চব্বিশ) টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট বিদ্যালয় সমূহ পরিচালনা পরিষদের (এসএমসি) সভাপতিগণ অংশগ্রহণ করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিয়াউল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।