বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

নকলায় ডা: কে জামান বিএসএনবি চক্ষু হাসপাতালের জেলা সমন্বিত চক্ষু পরিচর্যা কর্মশালা

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

শেরপুরের নকলায় ডাক্তার কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের জেলা সমন্বিত চক্ষু পরিচর্যা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) সকালে ডা. কে জামান বিএসএনবি আই হাসপাতাল ময়মনসিংহ কর্তৃক পরিচালিত নকলা শাখা (পিসি)-তে “দৃষ্টি সবার অধিকার” ও “আপনার চোখ আপনার মনের জানালা” এমন কিছু উক্তির প্রতি দৃঢ় বিশ্বাস রেখে ৩ ঘন্টা ব্যাপী এ কর্মসূচী চলে।

ডাক্তার কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের জেলা সমন্বয়কারী গোলাম জাকারিয়া-এঁর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন।

নকলা চক্ষু হাসপাতালের (পিসি) ইনচার্জ মো. নাজমুস সাকিবের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ডাক্তার কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী অধ্যাপক ও কোর্স সমন্বয়ক ডা: এম.এ কুদ্দুস (জাহিদ), নকলা চক্ষু হাসপাতাল (পিসি)’র পরিচালনা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা জানান, নকলার কৃতি সন্তান ডাক্তার কে. জামান কর্তৃক প্রতিষ্ঠিত ডাক্তার কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের কার্যক্রম দেশ ছাড়িয়ে বিদেশেও সুনামের সহিত চালিয়ে আসছে। তাছাড়া জনস্বার্থে প্রতিষ্ঠিত করা এই চক্ষু হাসপাতালের বিভিন্ন সুবিধা সমূহ সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেন বক্তারা।

কর্মশালায় পৌরসভার কাউন্সিলরগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিন, সাংবাদিক ও সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ৩৫ জন সুশীল ব্যক্তি অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।