সারাদেশের ন্যায় শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্য়োগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’-এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল-এঁর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার মাজেদুল ইসলাম, উপজেলা স্কাউস্ট’র সমন্বয়কারী মোফাজ্জল হোসেন প্রমুখ।
আলোচনা সভার পরে অগ্নিনির্বাপক একটি চৌকশ দল অগ্নিকান্ড ও গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ব্যাপকতা এবং কীভাবে এসব দুর্ঘটনার আগুন নেভানো বা নিয়ন্ত্রণ করা যায় এসবের কৌশল পরোক্ষভাবে প্রদর্শন করেন। তাছাড়া যেকোন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হলে বা দুর্ঘটনা ঘটলে দ্রুত কিভাবে উদ্ধার কাজ সম্পন্ন করা যায় এবিষয়েও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপক দল পরোক্ষভাবে কৌশল প্রদর্শন করেন।
এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।