সারা দেশের ন্যায় নেত্রকোনার মোহনগঞ্জে বিশ্ব ডিম দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিমের গুণগতমান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে “ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি” এই প্রতিপাদ্যকে ধারন করে শুক্রবার (১৩ অক্টোবর) ২১তম বিশ্ব ডিম দিবস পালিত হয়।
শুক্রবার সকালে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে র্যালি শুরু হয়। র্যালি শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম মিয়া-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহমেদ আকুঞ্চি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিলিপ কুমার দত্ত ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ প্রমুখ। বক্তারা ডিম দিবসের গুরুত্ব এবং ডিমের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এসময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, খামারী বৃন্দ, স্থানীয় পশু পালনকারী ও কৃষক-কৃষাণীগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।