সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

নকলায় ৯নং ওয়ার্ড শ্রমিক লীগের সম্মেলন : সভাপতি মোজাফফর, সা.সম্পাদক শাহীন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৪২৬ বার পঠিত

শেরপুরের নকলা পৌরসভার ৯নং কলাপাড়া ওয়ার্ড শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মাধ্যমে ৯নং কলাপাড়া ওয়ার্ড শ্রমিক লীগের ৬১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি করা হয়।

এতে সর্বসম্মতিক্রমে মো. মোজাফফর আলীকে সভাপতি ও মো. শাহীন মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এউপলক্ষে শনিবার রাতে পৌরসভার কলাপাড়া বাজারে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

যুবলীগ কর্মী মো. নূর হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খুরশীদুল আলম, কৃষি বিষয়ক সম্পাদক আলমগীর আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল, সদস্য শহিদুল আলম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু শ্যামল কুমার সুত্র ধর। এছাড়া আরো বক্তব্য রাখেন- পৌরসভার প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর ইন্তাজ আলী, ৯নং কলাপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুস ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অগণিত কর্মী-সমর্থকগন ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং সম্মেলন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মো. কাওসার হোসেন।

শ্রমিক লীগের গঠনতন্ত্র মোতাবেক নবগঠিত ৬১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, ৭ জন সহ-সভাপতি, ২ জন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, ২ জন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন প্রচার ও প্রকাশনা সম্পাদক, ২ জন সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, একজন দপ্তর সম্পাদক, ২ জন সহ-দপ্তর সম্পাাদক, একজন অর্থ সম্পাদক, ২ জন সহ-অর্থ সম্পাদক, একজন আইন বিষয়ক সম্পাদক, ২ জন সহ-আইন বিষয়ক সম্পাদক, একজন শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক, ২ জন সহ-শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক, একজন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ২ জন সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, একজন শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, ২ জন সহ-শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, একজন ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, ২ জন সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, একজন মহিলা বিষয়ক সম্পাদক, ২ জন সহ-মহিলা বিষয়ক সম্পাদক, ৪ সম্মানিত সদস্য ও ১৬ জন কার্যকরী সদস্য।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।