শেরপুরের নকলায় শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের মানবিক উন্নয়ন করার লক্ষ্যে সন্তারে শিক্ষায় মায়ের করণীয় বিষয়ক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ভূরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘মা-বাবাই হলো জীবনের প্রথম ও পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে এই অভিভাবক (মা) সমাবেশের আয়োজন করে ভূরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।
সমাবেশে বক্তারা জানান, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলার লক্ষ্যে মা-বাবার ভূমিকা অপরিসীম। বাবা-মা’ই হলেন শিশুর শিক্ষার মান উন্নয়ন ও তাদের মানবিক উন্নয়নের রূপকার। তবে মা হলেন অধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি নাকি সন্তানের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। তাছাড়া শিশুদের শতভাগ পঠন ও লিখন দক্ষতা অর্জন, শিক্ষার্থীদের শতভাগ ইউনিফর্ম নিশ্চিতকরণসহ শিশু শিক্ষার্থীদের প্রতি সুদৃষ্টি রাখার মাধ্যমে তাদের মেধাবিকাশে সবার আগে মা-বাবার ভূমিকা অতুলনীয় বলে তারা মন্তব্য করেন। আনন্দঘন পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করার ক্ষেত্রে শিক্ষকগনের ভূমিকা নিয়েও বক্তারা আলোকপাত করেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সফুরা খাতুনের সভাপতিত্বে এবং বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাকের মাহমুদ-এঁর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি আতাউর রহমান আঙ্গুর, পুরুষ সদস্য হযরত আলী, আল মাহমুদ, আমিনুল ইসলাম, আজিজুল হক ও মাহফুজুর রহমান, মহিলা সদস্য রেজিয়া খাতুন ও নাজমা বেগম, মাধ্যমিক স্তরের শিক্ষক প্রতিনিধি মজিবুর রহমানসহ বিদ্যালয় পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীর অভিভাবক (মা) ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মা তথা অভিভবাক সমাবেশের নির্ধারিত আলোচনার পরে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজী বিষয়ের হাতের লেখা অনুশীলন করার জন্য বিদ্যালয়ে ভর্তিকৃত প্রথম শ্রেণি হতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা প্রদান করা হয়।