শেরপুরের নকলা উপজেলার ইউনিয়ন পরিষদ কার্যালয়, উচ্চ বিদ্যালয় ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন শেষে শিক্ষকদের সাথে মত বিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।
পহেলা অক্টোবর রবিবার দুপুরের দিকে উপজেলার ৮নং চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমসহ নারায়নখোলা উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন মূলক কার্যক্রম ও এই স্কুলে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে নারায়নখোলা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন এবং শিক্ষা মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন ইউএনও সাদিয়া উম্মুল বানিন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, নারায়নখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।