বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
রফিকুল ইসলাম আধার’র ২টি কাব্যগ্রন্থ পাওয়া যচ্ছে একুশে বই মেলায় বন্যার ক্ষতি পোষাতে ব্যস্ত সময় পাড় করছেন নকলার কৃষক শেরপুরে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নকলায় ভিডব্লিউবি উপকারভোগীর মাঝে সঞ্চয়ের টাকা প্রদান নকলায় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ শেরপুরের ৩টি সংসদীয় আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উদ্দীপণা পুরষ্কার প্রদান নকলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২, আহত ৪ নকলায় নেতৃবৃন্দের খোঁজখবর নিতে ব্যস্ত সময় পার করছেন ফাহিম চৌধুরী নকলার চরঅষ্টধর ইউনিয়ন যুব অধিকার পরিষদ’র সভাপতি রনি, সম্পাদক সুজন

শেরপুরে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬০ বার পঠিত

সারাদেশের ন্যায় শেরপুরেও বিশ্ব হার্ট দিবস-২০২৩ পালন উপলক্ষে ‘ভালোবাসা দিয়ে প্রতিটি হৃদয়ের যত্ন নিন’ এ শ্লোগানকে সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখার উদ্যোগে সজবরখিলাস্থ শেরপুর হাসপাতালের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। শোভাযাত্রা শেষে রাজিয়া সামাদ ডালিয়া-এঁর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত বক্তব্য রাখেন কুমুদিনী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. রঞ্জন কে মজুমদার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন প্রমুখ।

এসব কর্মসূচীতে শেরপুর হার্ট ফাউন্ডেশনের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট শক্তি পদ পাল, কার্যকরী পরিষদের সদস্য রোকেয়া আক্তার, সদস্য তাহমিনা জলী, গোলাম মোস্তফা, শরাফত হোসাইন, মুগনিউর রহমান মনি, সালাউদ্দিন, সম্পা দত্ত্ব, কনা; রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আল আমিন রাজু, রক্তসৈনিক বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান শামীম, রক্তসৈনিক শেরপুর জেলা শাখার কার্যকরী সভাপতি আশরাফুল আলমসহ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সূধীজন ও বিভিন্ন পেশা-শ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে মিলে বিশ্ব হার্ট ফেডারেশন ১৯৯৯ সালে প্রতি বছর ২৯ সেপ্টেম্বর ‘বিশ্ব হার্ট দিবস’ পালনের ঘোষণা দেয়। সে ধারাবাহিকতায় হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য ২০০০ সাল থেকে দিনটি পালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।