সারাদেশের ন্যায় শেরপুরেও বিশ্ব হার্ট দিবস-২০২৩ পালন উপলক্ষে ‘ভালোবাসা দিয়ে প্রতিটি হৃদয়ের যত্ন নিন’ এ শ্লোগানকে সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখার উদ্যোগে সজবরখিলাস্থ শেরপুর হাসপাতালের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। শোভাযাত্রা শেষে রাজিয়া সামাদ ডালিয়া-এঁর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত বক্তব্য রাখেন কুমুদিনী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. রঞ্জন কে মজুমদার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন প্রমুখ।
এসব কর্মসূচীতে শেরপুর হার্ট ফাউন্ডেশনের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট শক্তি পদ পাল, কার্যকরী পরিষদের সদস্য রোকেয়া আক্তার, সদস্য তাহমিনা জলী, গোলাম মোস্তফা, শরাফত হোসাইন, মুগনিউর রহমান মনি, সালাউদ্দিন, সম্পা দত্ত্ব, কনা; রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আল আমিন রাজু, রক্তসৈনিক বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান শামীম, রক্তসৈনিক শেরপুর জেলা শাখার কার্যকরী সভাপতি আশরাফুল আলমসহ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সূধীজন ও বিভিন্ন পেশা-শ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে মিলে বিশ্ব হার্ট ফেডারেশন ১৯৯৯ সালে প্রতি বছর ২৯ সেপ্টেম্বর ‘বিশ্ব হার্ট দিবস’ পালনের ঘোষণা দেয়। সে ধারাবাহিকতায় হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য ২০০০ সাল থেকে দিনটি পালিত হচ্ছে।