শেরপুর জেলার নকলা উপজেলায় গৌড়দ্বার ও গনপদ্দী ইউনিয়নে আলাদা দুটি স্থানে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি (সভাপতি ও সাধারণ সম্পাদক) ঘোষনা করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিটি সম্মেলনের প্রথম অধিবেশনের সাধারণ সভা ও দ্বিতীয় অধিবেশনের আলোচনা সভার পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ সম্মেলনের মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে নবগঠিত আংশিক কমিটিদ্বয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকগনের নাম ঘোষনা করেন।
সংশ্লিষ্ট ইউনিয়নের নেতা-কর্মীদের অধিকাংশের সমর্থনে এবং উপজেলা আওয়ামী লীগের উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ও সিদ্ধান্ত মোতাবেক গৌড়দ্বার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকার ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রাজ্জাক মন্ডল এবং গনপদ্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে শামছুর রহমান আবুল ও আব্দুল হামিদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে সবার উপস্থিতিতে তাদের নাম ঘোষনা করা হয়।
৩০ সেপ্টেম্বর শনিবার বিকেলে গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গৌড়দ্বার ইউপির চেয়ারম্যান মো. শওকত হোসেন খান মকুল।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রশিদ সরকারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ও আনিসুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হক হীরা ও ছামিউল হক মুক্তা। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ ও সম্ভাব্য পদপ্রার্থীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এরআগে শুক্রবার বিকেলে গনপদ্দী ইউনিয়নের গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনের সভাপতিত্ব করেন গনপদ্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ওমর আলী।
গনপদ্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ শাহজাহান আহাম্মদ-এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হক হীরা। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ ও সম্ভাব্য পদপ্রার্থীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
গৌড়দ্বার ও গনপদ্দী ইউনিয়নের সম্মেলনদ্বয়ে উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অগণিত কর্মী-সমর্থকগন ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ উপজেলায় কর্মরত অন্যান্য সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।