শেরপুরে ৫ দিন ব্যাপী ৩৭০তম রোভার স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্স-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের ব্যবস্থাপনায় শেরপুর সরকারি কলেজের শিক্ষক সমিতির কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজটির অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ-এর সভাপতিত্বে শেরপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) ও জেলা স্কাউটস কমিশনার মোহাম্মদ তোফায়েল আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউটস কমিশনার ও শেরপুর সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক উত্তর কুমার নন্দী। জেলা রোভার স্কাউটস সাধারণ সম্পাদক ও ঝিনাইগাতী আদর্শ কলেজের প্রভাষক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস কোর্স লিডার ট্রেইনার সিকদার বহুল আমীন, শেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের যুগ্ম সম্পাদক মনিরা পারভীন।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সরকারি কলেজ মাঠে রোভার স্কাউটসের কর্মকর্তা ও শিক্ষকগণ জাতীয় পতাকা ও রোভার স্কাউটসের পতাকা উত্তোলন করেন। এসময় বিভিন্ন জেলা ও উপজেলার রোভার ও স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
তথ্য মতে, বাংলাদেশ রোভার স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্সের এই প্রশিক্ষণ কর্মশালায় শেরপুর জেলা ছাড়াও ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর, মুন্সীগঞ্জ ও জামালপুর জেলার ৪২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।