শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

শেরপুর থেকে কঙ্কাল চুরির দায়ে নালিতাবাড়ি থেকে ৪ চোরকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

শেরপুরের আলোচিত কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৪ চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২৬ সেপ্টেম্বর ভোর রাতে জেলার নালিতাবাড়ি উপজেলা থেকে শেরপুর সদর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- নালিতাবাড়ি উপজেলার রজনগর গ্রামের রমজান আলীর ছেলে গোলাম রাব্বানী (৫০), পশ্চিম রাজনগর গ্রামের সৈয়দ আলীর ছেলে বিল্লাল হোসেন (৪৫), শেরপুর সদর উপজেলার চান্দেরনগর গ্রামের হাবিবরের ছেলে আব্দুর রহিম (৪২) ও নকলা উপজেলার মেদিরপাড় গ্রামের আব্দুর রউফ এর ছেলে সোহেল রানা (৩৫)।

পুলিশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্প্রতি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা গ্রামের মির্জাপুর সামাজিক কবরস্থান থেকে ৪টি কবর থেকে কঙ্কার চুরির কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরেরদিকে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, গত ২৩ সেপ্টেম্বর সদর থানার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুরের সামাজিক কবরস্থান থেকে ৪টি কঙ্কাল চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় নানা তথ্য উপাত্ত ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নালিতাবাড়ি উপজেলার এসআই নাইম-এর নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব আসামীদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সাথে জড়িত অন্যান্যদেরকে গ্রেপ্তারের তৎপরতা চালছে বলে ওসি বছির আহমেদ বাদল জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।