শেরপুরের নকলায় মাল বোঝাই এক ট্রলির চাপায় রিপন মিয়া (২০) নামের এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার গনপদ্দী ইউনিয়নের খারজান পূর্বপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রিপন মিয়া খারজান পূর্বপাড়া এলাকার কালু মিয়ার ছেলে। সে পেশায় রিক্সা চালক ও দুই সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে রিপন মিয়া তার বাড়ির পাশের এক দোকান থেকে কেনাকাটা শেষ করে ফিরার পথে নকলা থেকে শেরপুরগামী একটি মাল বোঝাই ট্রলি তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ট্রলির চাপায় নিহত রিপন মিয়ার মরদেহ উদ্ধার শেষে সুরতহাল প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় ট্রলির চালককে আটক করা সম্ভব না হলেও, ট্রলিটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এবিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলেও ওসি রিয়াদ মাহমুদ জানান।