শেরপুরের নকলায় গ্রামীণ ব্যাংক এর ত্রৈমাসিক কেন্দ্র প্রধান বৈঠক শেষে বৃক্ষরোপন কর্মসূচি পালন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরের দিকে গ্রামীণ ব্যাংক পাঠাকাটা শাখার সম্মেলন কক্ষে কেন্দ্র প্রধান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্যাংক চত্বরে জোনাল ম্যানেজার মো. এমদাদুল হকের নির্দেশনায় বিভিন্ন জাতের বৃক্ষরোপন করা হয় এবং গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় জোনাল ম্যানেজার মো. এমদাদুল হক, ফুলপুর এরিয়ার এরিয়া ম্যানেজার মো. কবির আহাম্মেদ সরকার, পাঠাকাটা শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহাবুবুর রহমান, পাঠাকাটা ইউপির সাবেক সংরক্ষিত মহিলা সদস্য মোছা. লাইলী বেগম, স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ সজিবুর রহমান, ভিডিও ক্রিয়েটর ও ভয়েজার সাংবাদিক মনোহর মাহমুদ মিলন, গ্রামীণ ব্যাংক পাঠাকাটা শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গ্রাহকগনসহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।