মহান জাতীয় সংসদের উপনেতা, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি এক দিনের সফরে তাঁর নির্বাচনী এলাকা শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) বুধবার আসবেন।
উপনেতার সফর সূচি অনুযায়ী জানা গেছে, ২৭ সেপ্টেম্বর বুধবার সকাল ৬টার সময় রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্স থেকে সড়ক পথে গাজীপুর, ময়মনসিংহ হয়ে নকলার উদ্দেশ্যে রওনা হবেন এবং সকাল সাড়ে ৯টার সময় নকলায় এসে পৌঁছাবেন।
এদিন সকাল ১০ টার সময় নালিতাবাড়ী পৌরসভার মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে এবং দুপুর ২ টার সময় নকলা পৌরসভার মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের মধ্যে উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে অনুদানের চেক হস্তান্তর করবেন। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন পেশা-শ্রেনীর জনগন উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চেক হস্তান্তর শেষে বুধবার বিকেল ৪টার সময় নকলা হতে সড়ক পথে রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্সের উদ্দেশ্যে যাত্রা করবেন। যাত্রা পথে কোন প্রকার সমস্যা না হলে রাত ৮টার সময় নিজ বাসভবনে পৌঁছাবেন বলে সফর সূচি অনুযায়ী জানা গেছে।