শেরপুরের নকলায় বজ্রপাতে আনোয়ার হোসেন (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের বাঁশকান্দা মুন্সিবাড়ীর মোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কৃষক আনোয়ার হোসেন রবিবার বিকেলে তার নিজের গরুর জন্য ধনারপার বিল পাড়ে ঘাস কাটতে যান। ঘাস কাটার সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত ঘটে। বজ্রপাতটি আনোয়ার হোসেনের গায়ে পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়।
পুলিশ খবর পেয়ে আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রস্তুত করে। নকলা থানার এসআই সুমন আহমেদ বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।