বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ওলামা ঐক্য পরিষদের আলেচনা সভা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কাওয়ালী সন্ধ্যা নকলায় স্বপ্ন প্রকল্পের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন দেশব্যাপী পরিচিত নকলার কৃতি সন্তান কবি মার্জেনা চৌধুরী আমাদের মাঝে আর নেই শেরপুরে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শেরপুর টিটিসিতে আলোচনা সভা দোয়া মাহফিল শেরপুরের নালিতাবাড়ীতে জালে আটকা পড়া অজগর বনে অবমুক্ত শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা শেরপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে এসপি’র সৌজন্য সাক্ষাৎ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যার প্রতিবাদে নকলায় বিক্ষোভ মিছিল সামবেশ নকলায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল

শেরপুরে শেখ রাসেল দাবা প্রতিযোগিতায় সামিউর রিয়ান ও শ্রেষ্ঠা সাহা চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ বার পঠিত

শেরপুরে শেখ রাসেল দাবা প্রতিযোগিতায় স্কুলছাত্র মো. সামিউর রহমান রিয়ান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সে শহরের আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্র।

সুইস লীগ পদ্ধতিতে ৫ রাউন্ডের খেলায় সামিউর রিয়ান সিনিয়র সব দাবাড়ুদের হারিয়ে পূর্ণ ৫ পয়েন্ট অর্জন করে শিরোপা লাভ করেন।

এছাড়া মেয়েদের গ্রুপে পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর শিক্ষার্থী শ্রেষ্ঠা সাহা চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। চ্যাম্পিয়ন হওয়ার পুরষ্কার হিসেবে ট্রফি ছাড়াও মেডেল এবং নগদ প্রাইজমানি প্রদান করা হয়।

১৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের দাবা কক্ষে চুড়ান্ত রাউন্ডের খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উত্তরা স্পেশালাইজড হাসপাতালের পৃষ্ঠপোষকতায় শেরপুর দাবা ক্লাব উন্মুক্ত এ দাবা প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় ৫ খেলায় সাড়ে ৪ পয়েন্ট নিয়ে সিনিয়র দাবাড়ু আতিকুর রহমান স্বপন রানারআপ হয়ে ট্রফি, মেডেল এবং নগদ ২ হাজার টাকা প্রাইজমানি পুরষ্কার পান। একই পয়েন্ট পেয়ে টাইব্রেকারে নকলার আমিরুল ইসলাম মাস্টার তৃতীয় এবং ৪ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকারে কামারিয়ার মো. শাহজাহান ৪র্থ, আমির বাদশা ৫ম স্থান লাভ করেন। তৃতীয় থেকে পঞ্চম স্থান অধিকারীকে পুরষ্কার হিসেবে যথাক্রমে নগদ দেড় হাজার, এক হাজার ও পাঁচশত টাকা প্রাইজমানি এবং মেডেল প্রদান করা হয়।

এ দাবা প্রতিযোগিতায় ৩৬ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির সম্পাদক হাকিম বাবুল। এসময় শেরপুর দাবা ক্লাবের সাধারণ সম্পাদক আতিকুর রহমান স্বপন, কর্মকর্তা মিজানুর রহমান সিটি, জেলা চ্যাম্পিয়ন দাবাড়ু আ: আজিজ রউফ, শিক্ষক মো. নজরুল ইসলাম এবং অন্যান্য দাবা সংগঠক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।