শেরপুরের নকলায় নিখোঁজের পরের দিন (২০ঘন্টার পর) মালিঝি নদী থেকে নাসির উদ্দিন (৭১) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাসির উদ্দিন উপজেলার গনপদ্দি ইউনিয়নের বড়ইতার মধ্যপাড়া এলাকায় মৃত মেহের আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নাসির উদ্দিন রবিবার দুপুরের দিকে ঘোরামারা নদীর পাড়ের মাঠে গরু চড়াতে যান। সন্ধ্যা নেমে আসলেও সে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভাব্য জায়গায় খোঁজতে থাকেন। তাছাড়া মাইকের মাধ্যমে বিভিন্ন এলাকায় নিখোঁজের বিষয়টি জানানো হয়। পরের দিন সোমবার সকালে নাসির উদ্দিনের মরদেহ নকলা-নালিতাবাড়ী সীমান্ত দিয়ে প্রবাহিত হওয়া মালিঝি নদীর পাড় সংলগ্ন পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় লোকজন ও পুলিশের প্রাথমিক ধারণা, ঘোরামারা নদীর পাড়ে গরু চড়াতে গিয়ে কোন কারনে নদীর পানিতে পড়ে গিয়ে নাসির উদ্দিন তলিয়ে যায় এবং মৃত্যুবরণ করে। নদীতে প্রচুর স্রোত থাকায় মরদেহ পানিতে ভেসে মালিঝি নদীতে চলে যেতে পারে বলে তারা ধারনা করছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, নাসির উদ্দিন নামের এক বৃদ্ধের মরদেহ মালিঝি নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। মরদেহ শেরপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম চলমান আছে বলে ওসি রিয়াদ মাহমুদ জানান।