শেরপুরের নকলায় ৫০ তম গ্রীষ্মকালীন ফুটবল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভার কুর্শাবাদাগৈড় এলাকাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এই খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছামিউল হক মুক্তা, মুক্তিযোদ্ধা স্মৃতিবিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক এফ.এম রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, রেফারী মীর মোতালেব হোসেন শিপন, মামুন মিয়া, লাভলুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদি অগণিত দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মুক্তিযোদ্ধা স্মৃতিবিদ্যা নিকেতন একাদশ ১-০ গোলে দধিয়ারচর দাখির মাদ্রাসা একাদশকে পরাজিত করে দ্বিতীয় রউন্ডে খেলার সুযোগ অর্জন করে।