শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

নকলায় স্ববল প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ বার পঠিত

শেরপুরের নকলায় স্ববল প্রজেক্টের দিনব্যাপী প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন।

স্ববল প্রজেক্টের শেরপুর জেলার দায়িত্ব প্রাপ্ত পরিচালক মো. শামীম আজাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদী, গৌড়দ্বার ইউপির চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল ও স্ববল প্রজেক্টের সহ-বাস্তবায়নকারী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস)-এর চেয়ারম্যান মো. মহিউদ্দিন সেলিম প্রমুখ।

স্ববল প্রজেক্ট শেরপুর জেলার পরিচালক মো. শামীম আজাদ বলেন, কৃষক নেতৃত্বাধীন সিএসও শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততা উন্নত করার মাধ্যমে তৃণমূল সম্প্রদায়ের কাছে ক্ষমতা স্থানান্তরিত করা স্ববল প্রজেক্টের অন্যতম লক্ষ্য ও উদ্দ্যেশ্য। তিনি এ কাজ পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপজেলায় বিভিন্ন দপ্তরের প্রধানগন, উপজেলার বিভিন্ন কৃষক সংগঠনের নেতৃবৃন্দ, স্ববল প্রজেক্টের উপজেলা সমন্বয়ক উজ্জ্বল রায় ও স্বপন এসকিইউ, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসাইনসহ আমন্ত্রীত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।