শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরসহ দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ নকলার ইউএনও’র সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা বিনিময় নকলার ইউএনও ও সমাজসেবা কর্মকর্তাকে অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা নকলায় সাংবাকিদের সাথে বিদায়ী ইউএনও’র মতবিনিময় সভা নকলায় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিনকে প্রেসক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা শেরপুরের নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন নকলা প্রেসক্লাব’র উন্নয়নে তারুণ্যের অর্জনে সর্বসাধারনের আস্থা

নকলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠে দুইটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল ফাইনাল খেলায় বাছুর আলগা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-১ গোলে নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে উপজেলার চ্যাম্পিয়ন হয়। অপর দিকে একই মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল ফাইনাল খেলায় জাঙ্গীরারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৪-২ গোলে কাজাইকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে উপজেলার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার ম্যাচ কমিশনের দায়িত্ব পালন করেন ভুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকের আহমেদ ও সহকারী ম্যাচ কমিশনের দায়িত্ব পালন করেন খইড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন। খেলা পরিচালনার (রেফারি) দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক ফজলুল হাসান ও নুরুল হক, সহকারী রেফারির দায়িত্ব পালন করেন সজিব ও সাজিদ।

খেলা শেষে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নকলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছামিউল হক মুক্তা, নকলা প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজাসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে চ্যাম্পিয়ন রানার্সআপ দলের অধিনায়ক, টিম ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তা ও খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।