বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

নকলায় প্রাথমিক শিক্ষা শাখায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যারা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৬ বার পঠিত

শেরপুরের নকলায় প্রাথমিক শিক্ষা শাখার উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষিকা, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি সভাপতি, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী ও শ্রেষ্ঠ কাব শিক্ষকের নাম প্রকাশ করা হয়।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিতরা হলেন- চরমধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, পূর্বলাভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরশেদা আক্তার, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান আলাল, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুবর্না আকন্দ, শ্রেষ্ঠ বিদ্যালয় জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার লয়খা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের শ্রেষ্ঠ এসএমসি সভাপতি, নূরে আলম সিদ্দিকী উৎপল আড়িয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে উরফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হক নির্বাচিত হয়েছেন।

উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষিকা নুরশেদা আক্তার, সহকারী শিক্ষক কামরুজ্জামান আলাল ও সহকারী শিক্ষিকা সুবর্না আকন্দ আলাদা ভাবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাদের অর্জিত কৃতিত্ব নিজ নিজ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ নকলাবাসীর জন্য সাংবাদিকদের মাধ্যমে উৎসর্গ করে বলেন- আমরা সব সময় নিজের সেরাটা বিলিয়ে দিতে চেষ্টা করি। তাদেরকে উপজেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট নির্বাচক মন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে উপজেলা বাছাই কমিটির প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয়েছে। শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত ঘোষণা করেন উপজেলা বাছাই কমিটির সদস্যবৃন্দ। শ্রেষ্ঠত্ব বাছাইয়ে সর্বাধিক স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।