শেরপুরের নকলায় শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের মানবিক উন্নয়ন করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন বিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘মা-বাবাই হলো পৃথিবীর প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে প্রতি একমাস পর পর এই অভিভাবক সমাবেশের আয়োজন করে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের কর্তৃপক্ষ।
মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সহসভাপতি ফকির মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিদ্যায়টির সহকারী প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহকারী শিক্ষক ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার দপ্তর সম্পাদক খোরশেদ আলম শ্যামলসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকগন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলার লক্ষ্যে মা-বাবার ভূমিকা অপরিসীম। বাবা-মা’ই হলেন শিশুর শিক্ষার মান উন্নয়ন ও তাদের মানবিক উন্নয়নের রূপকার। তাছাড়া শিশুদের শতভাগ পঠন ও লিখন দক্ষতা অর্জন, শিক্ষার্থীদের শতভাগ ইউনিফর্ম নিশ্চিতকরণসহ শিশু শিক্ষার্থীদের প্রতি সুদৃষ্টি রাখার মাধ্যমে তাদের মেধাবিকাশে সবার আগে মা-বাবার ভূমিকা অতুলনীয় বলে তারা মন্তব্য করেন। আনন্দঘন পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করার ক্ষেত্রে শিক্ষকগনের ভূমিকা নিয়েও বক্তারা আলোকপাত করেন।
এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগন, শতাধিক মা ও স্থানীয় গম্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।