শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরসহ দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ নকলার ইউএনও’র সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা বিনিময় নকলার ইউএনও ও সমাজসেবা কর্মকর্তাকে অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা নকলায় সাংবাকিদের সাথে বিদায়ী ইউএনও’র মতবিনিময় সভা নকলায় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিনকে প্রেসক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা শেরপুরের নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন নকলা প্রেসক্লাব’র উন্নয়নে তারুণ্যের অর্জনে সর্বসাধারনের আস্থা

নকলায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১০৪ বার পঠিত

শেরপুরের নকলায় শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের মানবিক উন্নয়ন করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন বিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘মা-বাবাই হলো পৃথিবীর প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে প্রতি একমাস পর পর এই অভিভাবক সমাবেশের আয়োজন করে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের কর্তৃপক্ষ।

মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সহসভাপতি ফকির মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিদ্যায়টির সহকারী প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহকারী শিক্ষক ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার দপ্তর সম্পাদক খোরশেদ আলম শ্যামলসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকগন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলার লক্ষ্যে মা-বাবার ভূমিকা অপরিসীম। বাবা-মা’ই হলেন শিশুর শিক্ষার মান উন্নয়ন ও তাদের মানবিক উন্নয়নের রূপকার। তাছাড়া শিশুদের শতভাগ পঠন ও লিখন দক্ষতা অর্জন, শিক্ষার্থীদের শতভাগ ইউনিফর্ম নিশ্চিতকরণসহ শিশু শিক্ষার্থীদের প্রতি সুদৃষ্টি রাখার মাধ্যমে তাদের মেধাবিকাশে সবার আগে মা-বাবার ভূমিকা অতুলনীয় বলে তারা মন্তব্য করেন। আনন্দঘন পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করার ক্ষেত্রে শিক্ষকগনের ভূমিকা নিয়েও বক্তারা আলোকপাত করেন।

এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগন, শতাধিক মা ও স্থানীয় গম্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।