সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় ভয়াবহ গ্রেনেড হামলা দিবস-২০২৩ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
এছাড়া আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌস রহমান জুয়েল ও বাবু ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, আনিসুর রহমান সুজা ও যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা ও আব্দুর রশিদ সরকার, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুল আলম আলমগীর আজাদ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, সদস্য রেজাউল করিম রিপন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামযা কনক প্রমুখ।
বক্তারা ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাসবিরোধী সমাবেশে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার উপর ভয়াবহ গ্রেনেড হামলার বিএনপি-জামায়াতের অপ্রকাশিত লক্ষ্য-উদ্দেশ্য সমূহ আলোকপাত করেন। তাই ওই ঘটনার প্রতিবাদে প্রতিবছর সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয় বলে তারা জানান।
এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ। পরে ২১ আগস্ট-এঁর ভয়াবহ গ্রেনেড হামলায় প্রাণ হারানো সকলের প্রতি শ্রদ্ধা জানাতে অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপরে বিকেল ৪টার সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আব্দুল খালেক, তথ্য ও গবেষণা সম্পাদক আঞ্জুমান আরা বেগম রুমী, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ.কে.এম কামরুল হাসান বুলবুল, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মুনসুর আলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মনির হোসেন, সহ-দপ্তর সম্পাদক এফ.এম কামরুল আলম রঞ্জুসহ অন্যান্য নেতৃবৃন্দ; উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্র ধর, কৃষক লীগের যুগ্ম আহবায়ক মন্নাফ খান, উপজেলা যুবলীগের সদস্য আকরাম হোসেন ও আদিল আহমেদ পল্লব, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।