শেরপুরের নকলায় পৌরসভার কার্যালয় পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কার্যালয়ের পরিচালক ফরিদ আহমদ। রবিবার (২০ আগস্ট) দুপুরের দিকে বিভাগীয় কার্যালয়ের পরিচালক ফরিদ আহমদ নকলা পৌর ভবনের সামনে হাজির হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটনসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পৌরসভার সচিব মো. মনিরুল হাসান, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজনসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিভাগীয় কার্যালয়ের পরিচালক ফরিদ আহমদ পৌরসভার সেবা কার্যক্রম ও অন্যান্য সার্বিক বিষয়াধি সরেজমিনে দেখে সন্তোষ প্রকাশ করেন। তাছাড়া জনগনের বিভিন্ন সেবার মান আরো বৃদ্ধি ও দ্রুততার সহিত করতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন তিনি।