বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফুল ও গাছের চারা বিক্রি করে বছরে সঞ্চয় লাখ টাকা নকলায় জিয়া মঞ্চ’র উপজেলা কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন

নকলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ, প্রশাসনের মামলা দায়ের

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

শেরপুরের নকলায় খাদ্যবান্ধব কর্মসূচির মজুদকৃত ৩০ কেজি ওজনের ২৭২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার মাঝরাতে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর এলাকার একটি দোকান থেকে এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে যে, চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের বেশকিছু চালসহ বস্তা বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। পরে বিভিন্ন মাধ্যমে সত্যতা নিশ্চিত হয়ে শনিবার রাতেই স্থানীয় চঞ্চল মিয়ার দোকানে রাখা ২৭২ বস্তা চাল জব্দ করা হয়।

স্থানীয়রা জানায়, ওই এলাকার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার শাহ মো. লুৎফর রহমান ও আমিলুন হক। তারা চন্দ্রকোনা মধ্যবাজারের একটি গোডাউনে চালের বস্তা মজুদ রাখেন। কিন্তু রেহারচরের দোকানে এসব চালের বস্তা পাওয়ায তারা ধারনা করছেন, এ অপরাধের সাথে ডিলারদের নিকট আত্মীয়ের সম্পৃক্ততা থাকতে পারে। নতুবা কোন ক্রমেই চালসহ এসব বস্তা রেহারচরে যাওয়ার সুযোগ নেই বলে এলাকাবাসী জানান।

এবিষয়ে ইউএনও সাদিয়া উম্মুল বানিন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় চঞ্চল মিয়ার দোকান থেকে ২৭২ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়। কে বা কারা মজুদ করেছে, এ বিষয়ে অধিকতর তদন্ত প্রয়োজন বলে তিনি মনে করেন। তবে প্রাথমিকভাবে প্রশাসনের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। তদন্ত শেষে এবিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে বলে জানান ইউএনও সাদিয়া উম্মুল বানিন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।