শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’ নকলা উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। তাছাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তারা অংশ গ্রহন করেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎ-এঁর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এফ.এম ওবায়দুল হক ও মো. মোশারফ হোসাইন; মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা হোসনে জাহান রত্মা, অর্থ সম্পাদক নাজমুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এমদাদুল হক রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগন, গনপদ্দী ইউপির চেয়ারম্যান শামসুর রহমান আবুল, অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহাবদ্দিন, উপজেলা শিল্পকলা একাডেমীর তবলা প্রশিক্ষক বাবু আশীষ কুমার দাসসহ ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’ জেলা নারী ইউনিট ও উপজেলা পুরুষ ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সংগঠনটির নেতৃবৃন্দরা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। এসময় ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’ জেলা নারী ইউনিটের সভাপতি সুলতানা হোসনে জাহান রত্না, সদস্য সচিব সানজিদা আক্তার খানম পলিন, সদস্য শারমিন ফেরদৌস, উপজেলা পুরুষ ইউনিটের যুগ্ম সম্পাদক নূরে আলম সিদ্দীকী উৎপল, দপ্তর সম্পাদক খোরশেদ আলম শ্যামল ও কার্যনির্বাহী সদস্য খন্দকার জসিম উদ্দিন মিন্টুসহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধাগন, ট্রাফিক ও পুলিশের কর্মকর্তা ও সদস্যগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন পেশাশ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলায় ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’ পুরুষ ও নারী ইউনিটের সবকয়টি শাখার উদ্যোগে এদিবসটি পালন উপলক্ষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে বলে বিভিন্ন তথ্যমতে জানা গেছে।