‘রুখো আমেরিকা, রুখো বিএনপি জামায়াত’ এই স্লোগানে সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা। মঙ্গলবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার আড়াইআনী বাজারের কালিমা চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
পোড়াগাঁও ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রতন মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। এছাড়া আরো বক্তব্য রাখেন- নালিতাবাড়ী ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভানেত্রী উম্মে কুলসুম, যোগানিয়া ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভানেত্রী খালেদা বেগম, ওয়ার্কার্স পার্টির নেতা রাজু আহমেদ, শাপলা বেগম, শাবানা খাতুন, রাবিয়া খাতুন, লাকীবেগম, তোফাজ্জল হোসেন ও করফুলি বেগম প্রমুখ।
সমাবেশের মাধ্যমে দেশব্যাপী বিএনপি জামায়াতের দেশ বিরোধী সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানান বক্তারা। একই সঙ্গে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়। সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন ওয়ার্কার্স পার্টিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।