বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন শ্রীবরদীতে যুব অধিকার পরিষদের ইউনিয়ন শাখার কমিটি গঠন: আহবায়ক মনজুরুল, সদস্য সচিব জাহিদ নকলায় শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা শেরপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতা মূলক সভা

নকলায় ১০দিন ব্যাপী আইসিটি বিষয়ক শিক্ষক প্রশিক্ষনের সমাপনী

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

শেরপুরের নকলায় দশ দিনব্যাপী আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক কোর্সের তৃতীয় ও চতুর্থ ব্যাচের শিক্ষক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবে সংক্ষিপ্ত পরিসের আলাদা ভাবে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভ্যানুর প্রশিক্ষক মো. রুবেল মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার সাইমুন শাহানাজ।

এতে আরো বক্তব্য রাখেন- প্রশিক্ষনার্থী মো. মোশারফ হোসাইন, পোলক কুমার ভট্টাচার্য্য, মোসাম্মৎ চার্মিনা বেগম, শফিকুল ইসলাম, ছাবিনা ইয়াসমিন, হোসাইন আল মামুন খান, মো. সোহানুর রহমান, জেসমিন নাহার, জাহিদুল ইসলাম ও সাজেদা পারভীন প্রমুখ।

প্রশিক্ষনার্থীরা জানান, তারা এই প্রশিক্ষনে নতুন নতুন অনেক কিছু শিখছেন, যা বর্তমান শিক্ষা ব্যবস্থার আলোকে প্রতিটি শিক্ষকের শিক্ষকতা জীবনে খুবই জরুরি ছিলো। এই প্রশিক্ষনলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব বলে তারা জানান। তারা আরো বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় আইসিটি বিষয়ে জ্ঞান অর্জন প্রতিটি শিক্ষকের অতিব জরুরি। তা-না হলে বর্তমান শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষকগনের ভূমিকা রাখা অনেকটাই অসম্ভব। তাই সকল শিক্ষা স্তরের শিক্ষকগনকে আইসিটি বিষয়ে অধিকতর তথা উচ্চতর প্রশিক্ষন গ্রহন করা জরুরি বলে অনেকে মনে করেন।

এসময় প্রশিক্ষনার্থী জেসমিন নাহার, মোকাদ্দেস আলী, কামরুজ্জামান, আতিকুল ইসলাম, আশিকুর রহমান, নাজমুল ইসলাম, আরেজ আলী, সাবিনা ইয়াসমিন ও শাহিন মিয়াসহ অন্যান্য প্রশিক্ষনার্থীগন উপস্থিত ছিলেন।

সহকারী প্রোগ্রামার শাইমুন সাহানাজ জানান, উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর নকলার আয়োজনে দশদিন ব্যাপি এই প্রশিক্ষন কর্মশালায় উপজেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগনদের প্রশিক্ষন দেওয়া হলো। প্রশিক্ষন কর্মশালাটি বাস্তবায়ন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)।

তথ্য মতে, উপজেলার দুইটি ভ্যানুতে এই প্রশিক্ষণ কর্মশালা চলে। একটি নকলা পৌর শহরের নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও অন্যটি নকলা পৌরসভাধীন মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন। প্রতিটি ভ্যানুতে প্রতি ব্যাচে ২০ জন করে শিক্ষক প্রশিক্ষনার্থী হিসেবে অংশ গ্রহন করেন। এ হিসেবে মতে, দুই ভ্যানুতে ২টি ব্যাচে ২০ জন করে মোট ৮০ জন শিক্ষক ১০দিন ব্যাপী আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক কোর্সের প্রশিক্ষন গ্রহন করলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।