শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন

নকলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’র জন্মবার্ষিকী উদযাপন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৯৩ বার পঠিত

শেরপুরের নকলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯৩তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৮ আগস্ট) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

ঘোষিত যেসকল কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে এরমধ্যে সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবাষির্কী উদযাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, ১২ টার সময় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে কর্মক্ষম, দুঃস্থ, অসহায় মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণ, বাদ যোহর বঙ্গমাতা’র আত্মার মাগেফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং সুবিধাজনক সময়ে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বঙ্গমাতাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা উল্লেখযোগ্য।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌস রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ ইসহাক আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদী,

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, যুব উন্নয় কর্মকর্তা হান্নান মিয়া, সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, উপসহকারী প্রকৌশলী রুমমান আরা জান্নাত, বিএডিসি নকলা হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ শহীদুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান, সহকারী প্রোগ্রামার সাইমুন শাহানাজ, উপজেলা যুবলীগের সদস্য আকরাম হোসেন ও আদিল আহমেদ পল্লব, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ফকির, নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসাইন ও সদস্য রেজাউল হাসান সাফিতসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনগন উপস্থিত ছিলেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এদিন উপজেলার কর্মক্ষম, দুঃস্থ, অসহায় ৭ জন মহিলাদের মাঝে সেলাইমেশিন ও মোবাইলে নগদ ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।