সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯৩তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের ঘোষিত বিভিন্ন কর্মসূচি সমূহের মধ্যে- জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন উল্লেখযোগ্য।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ-এর নেতৃত্বে ও নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, পৌণে ৯টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ সহসভাপতি সহসভাপতি ফেরদৌস রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ফকির ও অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্র ধর, কৃষক লীগের যুগ্ম আহবায়ক মন্নাফ খান, উপজেলা যুবলীগের সদস্য আকরাম হোসেন ও আদিল আহমেদ পল্লব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার তালুকদার সৌরভ ও অন্যান্য নেতৃবৃন্দসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।
এরপরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভাসহ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে কর্মক্ষম, দুঃস্থ, অসহায় মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণ ও ঘোষিত সকল কর্মসূচিতে অংশ গ্রহন করেন রাজনৈতিক নেতৃবৃন্দ।