শেরপুরের নকলা প্রেস ক্লাবের উদ্যোগে শেখ কামাল প্রীতি দাবা খেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আধুনিক ফুটবলসহ বিভিন্ন খেলার রূপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার (৫ আগস্ট) রাতে নকলা প্রেস ক্লাব কার্যালয়ে দাবা খেলা প্রতিযোগিতা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
খেলার প্রথম রাউন্ডে প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ এবং সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেনকে কার্যনির্বাহী সদস্য সীমানুর রহমান সুখন পরাজিত করে জয়ী হন। দ্বিতীয় তথা ফাইনাল রাউন্ডে কার্যনির্বাহী সদস্য সীমানুর রহমান সুখন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, কার্যনির্বাহী সদস্য সীমানুর রহমান সুখন ও রেজাউল হাসান সাফিত প্রমুখ।
এসময় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিক দর্শকগন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা ও আলোচনা সভার পরে বিজয়ী খেলোয়াড়সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের হাতে পুরষ্কার হিসেবে দেশ বরেণ্য লেখকের মূল্যবান বই তুলে দেওয়া হয়।
এর আগে সকাল ৯টার সময় উপজেলা প্রশাসনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর অস্থায়ী প্রতিকৃতিতে নকলা প্রেস ক্লাবের পক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়। প্রেসক্লাব ছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, নকলা পৌরসভা, পুলিশ বিভাগ, উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরসহ মুক্তিযোদ্ধের পক্ষের শক্তিতে বিশ্বাসী বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।