শেরপুরের নকলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল খায়রুম।
মঙ্গলবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভার বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ প্রমুখ।
দেশ, জাতির উন্নয়নে বিশেষ করে শেরপুরের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান নবাগত ডিসি আব্দুলাহ আল খায়রুম। তিনি বলেন, যেকোন উন্নয়নে ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার ভুমিকা পালন করেন তাহলে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, সর্বসাধারণের পাশে জেলা প্রশাসন সবসময় আছে এবং থাকবে। জেলা প্রশাসক কার্যালয়ের দরজা সবার জন্য উন্মুক্ত আছে বলেও তিনি জানান।
মতবিনিময় সভার পরে বিআরডিবির আওতাধীন কৃষকদের মাঝে অপ্রধান শস্য প্রকল্পের ঋণ বিতরণ করেন তিনি। সবশেষে উপজেলা পরিষদ চত্বরে ফুল গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল খায়রুম।
এর আগে ডিসি আব্দুল্লাহ আল খায়রুম নকলা উপজেলা পরিষদের সামনে হাজির হলে তাকে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মতবিনিময় সভা শুরুর আগে তাঁকে অভিনন্দন ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।