শেরপুরে নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম-এঁর সাথে সৌজন্য সাক্ষাৎ পরবর্তি ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের শেরপুর উদ্যোক্তা ফোরামের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরের দিকে ডিসি’র কার্যালয়ের অফিস কক্ষে এই স্বাক্ষাৎ ও শুভেচ্ছা বিমিময় করা হয়।
এসময় শেরপুর জেলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ফোরামের সভাপতি আকিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল হোসাইন, উদ্যোক্তা সেলিম রেজা, নজরুল ইসলাম, মফিদুল ইসলাম, মাহবুব আলম, জুয়েল রানা, শেখ ফরিদসহ জেলা ও উপজেলা উদ্যোক্তা ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে উদ্যোক্তাদের উদ্দেশ্যে নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, উদ্যোক্তারা হলো স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর। তিনি আরো বলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত মিশন-ভিশন এই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। এই ক্ষেত্রে উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করবে বলে আশাব্যক্ত করেন। উদ্যোক্তাদের সাথে আলাপ কালে তিনি ইউনিয়ন উদ্যোক্তাদের “স্মার্ট সৈনিক” বলেও আখ্যায়িত করেন।