শেরপুরের নকলা উপজেলায় সহকারী কমিশনার (এসিল্যান্ড- ভূমি) শিহাবুল আরিফ এর সরকারি/অফিসিয়াল মোবাইল নম্বর (০১৭১৩-৬৫১৩২৪) ক্লোন করে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন “উপজেলা প্রশাসন, নকলা, শেরপুর” ফেইসবুক ওয়ালে এক পোস্টের মাধ্যমে তা নিশ্চিত করেছেন।
শুক্রবার ইউএনও তাঁর লিখিত পোস্টে সকলকে সতর্ক হতে জানান- “সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সহকারী কমিশনার (ভূমি), নকলা, শেরপুরের অফিসিয়াল নাম্বারটি (01713-651324) ক্লোন করে কেউ একজন আর্থিক সুবিধা চাচ্ছে। অনুগ্রহ পূর্বক এই নাম্বার থেকে যে কোন ধরণের আর্থিক সুবিধা অথবা কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেনো তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো”।