শেরপুরের নকলায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আইন শৃঙ্খলা কমিটির মাসিক এই সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।
ইউএনও সাদিয়া উম্মুল বানিন-এঁর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন।
এছাড়া আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ ইসহাক আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিয়াদ মাহমুদ,নকলা প্রেস ক্লাবের সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু,সাংবাদিক জাহাঙ্গীর হোসেন ও শফিউল আলম লাভলু প্রমুখ।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান ও প্রতিনিধিগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন
উপস্থিত ছিলেন।
বক্তারা উপজেলার আইন শৃঙ্খলার উন্নয়নে নিজ নিজ দপ্তরের ও সংশ্লিষ্ট বিভাগের উন্নয়ন চিত্র, সম্ভাবনা, সমস্যা ও সমাধানের বিষয় সমূহ তুলে ধরেন।